দিন দিন দুর্বলতা গ্রাস করছে হাছানকে। এখন আর আগের মত ওজনদার ও শক্ত বোঝা মাথায় নিয়ে টানতে পারে না। গরমে অতিষ্ঠ হয়ে গেলে দুপুরের দিকে নাভিশ্বাস উঠে, তবুও বিশ্রাম নেওয়া নিষেধ। মালিকের বাঁধা ধরা নিয়ম। কাজ শেষ না হলে নিশ্বাস...